কখনো কি ভেবেছেন,টাকা ধরা যাবে না,ছোঁয়া যাবে না,কিন্তু আপনি সেই টাকা দিয়ে সবই কিনতে পারবেন।
হ্যাঁ, সম্ভব।ডিজিটাল মুদ্রা দিয়ে সম্ভব।মূলত বিটকয়েনই হলো সেই জাদুকরী ডিজিটাল মুদ্রা যা দিয়ে আপনি আপনার পছন্দের কেনাকাটা করতে পারবেন।
কে বানালো এই বিটকয়েন?
আসলে কে এই বিটকয়েনের জনক তা কেউ সঠিকভাবে বলতে পারে নি।কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা নামের মধ্যে সাতোশি নাকামুতো নামটা খুব গ্রহনযোগ্য।
বিটকয়েন এমনই একটা ডিজিটাল মুদ্রা যেটা আপনি আপনার শক্তিশালি কম্পিউটার দিয়ে মাইন করতে পারবেন।এর ওপর কোন সরকার বা ব্যাংকের কোন নিয়ন্ত্রন নেই।
বিটকয়েন সম্পর্কে আরও জানতে আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
