২০২২ সালে স্ন্যাপড্রাগন ভাইয়ের নতুন তেলেছমাতি হলো 8Gen1 প্রসেসর। এই প্রসেসর 4nm আর্কিটেকচার এর একটি প্রসেসর।শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে বড় বড় Claim করেছিলো।কিন্তু দুই একটা কোম্পানি এই SOC দিয়ে ফোন বের করার পরেই আসল খেলা জমে উঠলো।
প্রচুর হিটিং ইস্যু আর আন্সটেবল পার্ফরমেন্স হতাশায় ফেলে দিয়েছে কনজ্যুমারদের।এই SOC এর খুটিনাটি জানতে আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
