বাংলাদেশে ৫ জি তরঙ্গ নিলাম

৫জি তরঙ্গ নিলাম চলছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে দেশে ৫জি তরঙ্গ নিলাম শুরু হয়েছে। এবার নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গেও ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৬ মিলিয়ন। এতে তরঙ্গ ক্রয়কারীদের জন্য ৫জি সেবা চালুর জন্য ৬ মাসের রোলআউট অবিলগেশন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই নিলামে অংশ নিয়েছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ব টেলিটক। যদিও নিলামে টেলিটকের অংশগ্রহণ নিয়ে গ্রামীণফোন ও রবি আপত্তি জানিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৬টি ব্লকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অবশ্য বলছেন, টেলিটকের অংশগ্রহণ তরঙ্গ নিলামকে আরও প্রতিযোগিতাপূর্ণ করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিলামে উপস্থিত রয়েছেন।

গ্রাফিক্স কার্ডের দাম কমলো।

দীর্ঘ করোনা তান্ডবের কারণে পুরো পৃথিবীর মানুষ ছিলো দিশেহারা।টেক দুনিয়ার মানুষের জন্য গত দুই বছর ছিলো হতাশার নাম।

চিপ শর্টেজ,মাত্রাতিরিক্ত মাইনিং এর কারণে গেমারদের ভরসা গ্রাফিক্স কার্ডের দাম হয়ে গিয়েছিলো আকাশছোঁয়া।

তবে এত হতাশার মধ্যেও কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে।ফাইনালি কোম্পানি গুলো গ্রাফিক্স কার্ডের দাম কমাচ্ছে।শুধু তাই নয় ,এই কম্পিটিশনে নতুন করে যুক্ত হচ্ছে ইনটেল।টেক জায়ান্ট ইনটেল তাদের প্রথম প্রজন্মের গ্রাফিক্স কার্ড বাজারে ছাড়ছে।দেখা যাক কেমন হয় তাদের স্পেক,প্রাইসিং।ইনটেলের গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।

Snapdragon 8 gen1 এর ফান্ডা

২০২২ সালে স্ন্যাপড্রাগন ভাইয়ের নতুন তেলেছমাতি হলো 8Gen1 প্রসেসর। এই প্রসেসর 4nm আর্কিটেকচার এর একটি প্রসেসর।শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে বড় বড় Claim করেছিলো।কিন্তু দুই একটা কোম্পানি এই SOC দিয়ে ফোন বের করার পরেই আসল খেলা জমে উঠলো।

প্রচুর হিটিং ইস্যু আর আন্সটেবল পার্ফরমেন্স হতাশায় ফেলে দিয়েছে কনজ্যুমারদের।এই SOC এর খুটিনাটি জানতে আমাদের পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।