বাংলাদেশে ৫ জি তরঙ্গ নিলাম

৫জি তরঙ্গ নিলাম চলছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে দেশে ৫জি তরঙ্গ নিলাম শুরু হয়েছে। এবার নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গেও ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৬ মিলিয়ন। এতে তরঙ্গ ক্রয়কারীদের জন্য ৫জি সেবা চালুর জন্য ৬ মাসের রোলআউট অবিলগেশন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই নিলামে অংশ নিয়েছে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ও রাষ্ট্রায়ত্ব টেলিটক। যদিও নিলামে টেলিটকের অংশগ্রহণ নিয়ে গ্রামীণফোন ও রবি আপত্তি জানিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৬টি ব্লকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অবশ্য বলছেন, টেলিটকের অংশগ্রহণ তরঙ্গ নিলামকে আরও প্রতিযোগিতাপূর্ণ করবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিলামে উপস্থিত রয়েছেন।