গ্রাফিক্স কার্ডের দাম কমলো।

দীর্ঘ করোনা তান্ডবের কারণে পুরো পৃথিবীর মানুষ ছিলো দিশেহারা।টেক দুনিয়ার মানুষের জন্য গত দুই বছর ছিলো হতাশার নাম।

চিপ শর্টেজ,মাত্রাতিরিক্ত মাইনিং এর কারণে গেমারদের ভরসা গ্রাফিক্স কার্ডের দাম হয়ে গিয়েছিলো আকাশছোঁয়া।

তবে এত হতাশার মধ্যেও কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে।ফাইনালি কোম্পানি গুলো গ্রাফিক্স কার্ডের দাম কমাচ্ছে।শুধু তাই নয় ,এই কম্পিটিশনে নতুন করে যুক্ত হচ্ছে ইনটেল।টেক জায়ান্ট ইনটেল তাদের প্রথম প্রজন্মের গ্রাফিক্স কার্ড বাজারে ছাড়ছে।দেখা যাক কেমন হয় তাদের স্পেক,প্রাইসিং।ইনটেলের গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।